করোনা : দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৪,০৩১

অনলাইন ডেস্ক, ১৮ অক্টোবর।। একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও করোনার মারণ দৌরাত্ম্যকে কোনো ভাবেই রোধ করা যাচ্ছে না। প্রত্যেকদিন নতুন করে আক্রান্ত হয়ে চলেছে ভারতবাসী। বিগত ২৪ ঘন্টায় গোটা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬১৮৭১ জন মানুষ। নিহত ১০৩৩। সবমিলিয়ে আক্রান্ত সংখ্যা নিরিখে প্রায় ৭৫ লাখের কাছাকাছি চলে গিয়েছে ভারত।

আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লক্ষ ৯৪ হাজার ৫৫২। রবিবাসরীয় সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে দেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৭ লক্ষ ৯৪ হাজার ৫৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ৬৫ লক্ষ ৫৭ হাজার ২১০। দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১, ১৪, ০৩১।ভারতের সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে করোনা য় মৃত্যু হয়েছে সব মিলিয়ে ৪১, ৯৬৫। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১, ১০, ৬৬৬।মৃত্যু হয়েছে ১০, ৪২৭ জনের।দিল্লিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২২, ৮৮৪।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?