অনলাইন ডেস্ক, ১৮ অক্টোবর।। সঠিক গ্রাহকের কাছে সিলিন্ডার পৌঁছচ্ছে কি না, তার সঠিক মূল্যায়ন করতে এবার আমূল পরিবর্তন হতে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি প্রক্রিয়ায়।
আগামী পয়লা নভেম্বর থেকে একটি নতুন নিয়ম বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে জয়পুর এবং কোয়েম্বাটুরে পাইলট প্রজেক্ট হিসাবে প্রয়োগ করা হয়েছে এই নতুন নিয়ম। নভেম্বর থেকে ১০০টি স্মার্ট সিটিতে চালু হবে পরিষেবা।
তার মধ্যে রয়েছে কলকাতাও। একটি মোবাইল নম্বরে ফোন করে এলপিডি সিলিন্ডার বুক করতে হয়। সেসময় একটি বুকিং নম্বর দেওয়া হয় গ্রাহককে। পরে ওই বুকিং নম্বর মিলিয়েই সিলিন্ডার দিয়ে যান ডেলিভারি বয়। কিন্তু অনেক সময়ই দেখা গিয়েছে, একজনের সিলিন্ডার পাচ্ছেন অন্যজন।
তাও আবার বেশি টাকার বিনিময়ে। এই ধরনের কালোবাজি রুখতে এবার কড়া পদক্ষেপ করা হচ্ছে। নভেম্বর থেকে দেশের শতাধিক স্মার্ট সিটিতে গ্যাস সরবরাহের জন্য ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি বাধ্যতামূলক হয়ে উঠবে। সঠিক গ্রাহকের কাছে সিলিন্ডার পৌঁছচ্ছে কিনা, সিলিন্ডার চুরি হচ্ছে কিনা, সেই সব দিকে নজর রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই নিয়মের অধীনে, আপনি সিলিন্ডার বুক করার সঙ্গে সঙ্গে মোবাইলে ওটিপি পাবেন। এই ওটিপি পরে ডেলিভারি বয়কে জানাতে হবে। ওটিপি না জানালে কোনও ভাবে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে না। ২০২০ সালের নভেম্বর থেকে ১০০ টি স্মার্ট সিটিতে এই ব্যবস্থা ছড়িয়ে দেওয়া হবে তার মধ্যে রয়েছে কলকাতাও।