স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ অক্টোবর।। অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে রবিবার থেকে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও মার্কেটের সামনে স্যানিটাইজ করার প্রকল্প। এদিন আগরতলা কামান চৌমুহনী থেকে এই প্রকল্পের সূচনা হয়। মূল উদ্দেশ্য পুজোকে কেন্দ্র করে রাজধানীর বাজার গুলিতে ভীড় বাড়ছে। তাই সকলের স্বাস্থ্য বিধি যাতে রক্ষা করা যায় তার জন্য অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন এই প্রয়াস নিয়েছে।
এছারা এবার তাদের শ্লোগান নো মাস্ক , নো গুডস। সারা রাজ্যের সমস্ত ব্যবসায়ীদের কাছে আহবান জানানো হয় যারা মাস্ক পরিধান করে আসবেন না তাদের যাতে কোন সামগ্রী বিক্রি করা না হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের মাস্ক পরিধান করে ব্যবসা করার বার্তা দেওয়া হয় অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে। নিজে বেঁচে, অপরকে বাঁচতে সহায়তা করার আহবান জানান। সামাজিক দূরত্ব নয়, শারীরিক দূরত্ব বজায় রাখার উপর জোর দেন অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়। এদিন বিভিন্ন দোকান গুলি স্যানিটাইজ করা হয়। একই সঙ্গে পথ চলতি মানুষের মধ্যে হ্যান্ডবিল প্রদান করা হয়। সকলের কাছে আহবান জানান সমস্ত নির্দেশিকা মেনে জেতে দোকানের ব্যবসায়ীদের সহায়তা করেন।