স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ অক্টোবর।। রবিবার ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের ৩৭ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল মাধ্যমে এই বার্ষিক সাধারন সভায় রাজ্যের ল্যাম্পস , প্যাক্সের প্রতিনিধিরা অংশ নেন। এক ভয়ানক পরিস্থিতিতে দাঁড়িয়ে ত্রিপুরা সমবায় ব্যাঙ্কের বার্ষিক সাধারন সভা করতে হচ্ছে। এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তার কোন প্রস্তুতি ছিল না। কিন্তু তার পরেও ব্যাঙ্ক তার পরিষেবা প্রদান ঠিক রেখেছে। প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী জুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছে।
সমবায় ব্যাঙ্কের ছোট ব্যাঙ্ক গুলিকে এই পরিস্থিতি কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এদিন পোষ্ট অফিস চৌমুহনী স্থিত কার্যালয়ে বার্ষিক সাধারন সভায় এই কথা বলেন, ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের চেয়ারম্যান কমল কান্তি সেন। উপস্থিত ছিলেন এম ডি ভজন চন্দ্র রায়, কো অপারেটিভ সোসাইটির রেজিস্টার ডি কে চাকমা সহ অন্যান্যরা।