স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১৮ অক্টোবর।।
গোপন খবরের ভিত্তিতে খুনের মামলায় অভিযুক্ত এক আসামীকে গ্রেপ্তার করলো বাইখোড়া থানার পুলিশ।ঘটনার বিবরনে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার পশ্চিম চড়কবাই এলাকার মগ পাড়ার বাসিন্দা লাইচেঙ্গা মগ ( ৪০ ) ২০১৯ সালের ১৫ এপ্রিল রতনপুরের বাসিন্দা রঞ্জীত দেবনাথকে মগপাড়ায় নিমন্ত্রনের নাম করে ডেকে এনে খুন করেছে বলে অভিযোগ।
এই অভিযোগের ভিত্তিতে রঞ্জীত দেনাথের পরিবারের পক্ষ থেকে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করেন। যার কেইস নাম্বার ছিলো ৩৫ – ২০১৯। অপরদিকে এই অভিযোগের ভিত্তিতে ৩০২/ ৩৪ আইপিসি ধারায় পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছিলো। অভিযোগের পর থেকে অভিযুক্ত লাইচেঙ্গা মগ বাড়ী থেকে পালিয়ে যায়। অবশেষে গোপন খবরের ভিত্তিতে আজ সকালে বাইখোড়া থানার এস আই গোপাল শুক্ল দাসের নেতৃত্বে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।
আজকে এই অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান বাইখোড়া থানার ওসি রাজীব সাহা। তিনি জানান আজ অভিযুক্ত আসামীকে বিলোনীয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হয় এবং তদন্তের সাপক্ষে অভিযুক্ত আসামীকে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হয়।