স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ অক্টোবর ।।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় ত্রিপুরা ষ্টেট কো- অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড । দেখতে দেখতে ৬৪ বছর পার হয়ে যায় এই ব্যাঙ্কের। এই সময়ে ব্যাঙ্কের কাজকর্ম সকলে দেখেছে। বিগত বছরের কাজ কর্ম ও আগামীর পরিকল্পনা নিয়ে রবিবার ব্যাঙ্কের ৩৭ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
পরে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের চেয়ারম্যান কমল কান্তি সেন ও এম ডি ভজন চন্দ্র রায়। ফিনান্সিয়াল রেজাল্ট এদিন প্রকাশ করা হয়। এম ডি ভজন চন্দ্র রায় জানান ব্যাঙ্কের দুটি ভ্রাম্যমান গাড়ি পরিষেবা প্রদান করছে আগরতলা ও আমবাসায়। আরো একটি গাড়ি সহসাই আসবে। এই ভ্রাম্যমান গাড়িটিকে দক্ষিণ জেলার জন্য পাঠানো হবে। নতুন করে ১০ শতাংশ টার্গেট নেওয়া হয়েছে। ১৭ কোটি টাকা লাভ হয়েছে বলে জানান তিনি।