খোয়াইয়ে নির্যাতিতার পাশে দাঁড়াল রাজ্য মহিলা কমিশন

স্টাফ রিপোর্টার, খোয়াই, ১৬ অক্টোবর।। খোয়াই অমানবিক শিকার মহিলার পাশে দাঁড়ালেন রাজ্য মহিলা কমিশন। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী শুক্রবার দুপুরে খোয়াইয়ের বনকর দশমীঘাট এলাকায় কতিপয় এলাকাবাসীর দ্বারা নির্যাতিত মহিলার বাড়ি পরিদর্শন করেন । পরিদর্শনকালে এলাকাবাসীর সাথেও মহিলার উপর অমানবিক নির্যাতন বিষয়ে কথা বলেন তিনি । রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন এলাকা পরিদর্শন শেষে খোয়াই থানায় গিয়ে নির্যাতিত মহিলা ও মহিলার স্বামীকে পাশে বসিয়ে দীর্ঘসময় থানার ওসির সাথে আলোচনা করেন । উল্লেখ্য যে, খোয়াই শহরের ছয় নং পুর ওয়ার্ডের বনকর দশমীঘাট এলাকার এক মহিলা বুধবার ভোরে কতিপয় প্রতিবেশীর দ্বারা অমানুষিক নির্যাতনের শিকার হন।

অন্য এক পুরুষের সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে ঐ পুরুষ লোকটি সহ মহিলাকে লাইট পোস্টে বেঁধে দুজনের ওপর বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়। ভোর চারটায় স্বামী ও নাবালিকা কন্যা সহ মহিলা যখন নিদ্রাচ্ছন্ন, তখন মহিলাকে ঘুম থেকে তুলে মধ্য যুগীয় বর্বরতা চালায়। মহিলার মাথার চুলও কেটে দেওয়া হয় বলে অভিযোগ। বুধবার রাতেই খোয়াই থানায় মহিলা লিখিত ভাবে ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বলেন, এলাকাবাসীর একটা সন্দেহ ছিল । আবেগপ্রবনিত হয়ে কাজটি করেছে । কতিপয় এলাকাবাসী যে রাস্তাটি বেছে নিয়েছে আজকের সভ্য সমাজে সঠিক রাস্তা নয় বলে জানান তিনি। আরো বলেন, রাজ্যে মহিলা কমিশনের এমন কোনো বক্তব্য নেই যে শাস্তি হবে না, নিশ্চয়ই হতে হবে। এটি একটি মধ্যযুগীয় বর্বরতা। কখনোই মেনে নেওয়া যায়না। শাস্তি যদি না হয় ঘটনাটির আবার পুনরাবৃত্তি ঘটতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?