স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ অক্টোবর।। বনমালীপুরের বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে 8 দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন করেছে এসইউসিআই। সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন। ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল কোন ভাবেই বেসরকারিকরণ যাবে না।বিদ্যুৎ নিগমের যে পাঁচটি ডিভিশনকে বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে সেগুলিকে অবিলম্বে সরকারের হাতে ফিরিয়ে আনতে হবে।বিদ্যুৎ নিগমের পাঁচটি ডিভিশনকে বেসরকারিকরণের সিদ্ধান্ত কোনভাবেই হিতকর নয় বলে সংগঠনের নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন।এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।বিদ্যুৎ নিগমের আধিকারিক এসব বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিনিধি দলের সদস্যদের আশ্বস্ত করেছেন বলে জানানো হয়েছে।