ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ মিঠুনের ছেলে মিমোর বিরুদ্ধে

অনলাইন ডেস্ক, ১৭ অক্টোবর।। বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও জোর করে গর্ভপাতের অভিযোগ উঠেছে৷ এমনকি নির্যাতিতা পুলিশের কাছে মামলা রুজু করেছেন। নির্যাতিতার লিখিত বয়ানে অভিযোগ করা হয়েছে ২০১৫ সাল থেকে সম্পর্কে ছিলেন তিনি মিমোর সঙ্গে৷ এই সময়েই মিমো নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন৷

পুলিশের কাছে আরও অভিযোগ করা হয়েছে ২০১৫ সালে মিমো তাঁকে বাড়িতে ডেকে ঠান্ডা পানীয়তে মাদক মিশিয়ে অনুমতি ছাড়াই তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন। এরপরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৪ বছর লাগাতার ধর্ষণ করেছিলেন৷ যা মানসিক ভাবে বিধ্বস্ত করেছে পীড়িতাকে৷ লাগাতার শারীরিক সম্পর্কের ফলে গর্ভবতী হয়ে যান ওই মহিলা৷ মিমো জোর করে গর্ভপাত করতে বেশ কিছু ওষুধও খাইয়েছিলেন এমনই গুরুতর অভিযোগ করা হয়েছে৷ নির্যাতিতা এও অভিযোগ করেছেন যে মিমো ও তাঁর মা যোগিতাবালি ভয় দেখিয়েছিলেন, বিষয়টি ধামা চাপা দিতে চেয়েছিলেন৷

নির্যাতিতা এই মামলায় এর আগেই এফআইআর করার চেষ্টা করেছিলেন কিন্তু কোনও কাজই হয়নি৷ এরই মাঝে নির্যাতিতা দিল্লিতে স্থানান্তরিত হয়ে গিয়েছিলেন৷ এরপর দিল্লির রোহিণী আদালতে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছিলেন৷ প্রাথমিক প্রমাণাদির পরে আদালত এফআইআর করার নির্দেশ দিয়েছে৷ এরপরেই মুম্বইয়ের এক থানায় অভিযোগ করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?