স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ১৬ অক্টোবর।। পারিবারিক কলহের জেরে স্ত্রীর আঘাতে গুরুতর আহত স্বামী ধীরেন্দ্র বিশ্বাস, বয়স ৫৬ বছর। বাড়ি কল্যাণপুর থানা এলাকার কমলনগরে। ঘটনার বিবরণে জানা যায় প্রায় সময়ই স্ত্রী লক্ষ্মী বিশ্বাস এবং স্বামী ধীরেন্দ্র বিশ্বাসের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকে। গরিব পরিবার স্বামী রিক্সা চালিয়ে সংসার চালান। সংসারে রয়েছে এক ছেলে। ছেলের নাম অমৃত বিশ্বাস। সে মিষ্টির দোকানের কারিগর। সেও মাঝেমধ্যে সাহায্য করে মা-বাবাকে। কিন্তু মা-বাবার মধ্যে প্রায় সময়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকে।
বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্ত্রীর অভিযোগ স্বামী ভাত ফেলে দিয়ে নানান কটু কথা বলতে থাকে স্ত্রীকে। তাই স্ত্রী লক্ষ্মী বিশ্বাস ধর্য হারিয়ে ফেলে এবং স্বামীকে দা দিয়ে আঘাত করে। যার ফলে স্বামীর ডান হাত কেটে যায় এবং শরীরের অন্য জায়গায় আঘাত লাগে। কল্যাণপুর থানায় পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ স্বামী-স্ত্রী দুজনকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে। স্ত্রী লক্ষ্মী বিশ্বাস এক সাক্ষাৎকারে জানান গরিব পরিবার প্রায় সময়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকে। বৃহস্পতিবার রাতে ওনার মাথা ঠিক ছিল না, তাই স্বামীকে আঘাত করেছেন। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর থানায় কোনো মামলা হয়নি।