স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১৬ অক্টোবর।। আজ শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শকে কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৬১ টি বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষকদের হাতে ছাত্র ছাত্রীদের জন্য সোলার লাইট বিরতন করাহয়। রাজ্যসরকার সকলের উন্নয়নের স্বার্থে বিভিন্ন কাজ করেযাচ্ছে। এরমধ্যে ভিষন ডোকমেন্টের পতিশ্রুতির বাইরেও কাজ করেযাচ্ছে রাজ্য সরকার। যারফলশ্রুতি হিসাবে ছাত্র ছাত্রীদের শিক্ষালাভের জন্য সোলার লাইট বিতরনের ব্যাবস্থা করাহয়। বর্তমানে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে সামান্য ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায়। অপরদিকে কিছুজায়গায় প্রতিনিয়ত বিদ্যুৎতের সমস্যা লেগেইথাকে। এতে করে ছাত্র ছাত্রীদের লেখাপড়া করতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহয়।তাই রাজ্য সরকার ছাত্র ছাত্রীদের পড়াশুনার সুবিধার্থে সোলার লাইট বিতরনের ব্যাবস্থা করেছেন।২০১৯ সালে প্রস্তাবিত সোলার লাইট এখন বিতরন করাহচ্ছে। করোনা মহামারির জন্য এত দিন সোলার লাইট বিতরন সম্ভব হয়নি।
এখন রাজ্যসরকার সোলার লাইটগুলি ছাত্র ছাত্রীদের হাতে তুলেদেবার চিন্তা ভাবনা করেছেন। তাই আজ এক অনুষ্ঠানে মধ্যদিয়ে শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শকের আওতাধীন ৬১ টি বিদ্যালয়ের ৭হাজার ৬০০ টি সোলার লাইট বিতরন করাহয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬ শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শক দুলাল বিশ্বাস সহ অন্যান্য অতিথীবৃন্দ। অপরদিকে জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের উদ্দ্যোগে জোলাইবাড়ী এম এম বালিকা হাইস্কুলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৬২ টি স্কুলের মধ্যে ৬ হাজার ৮০০ টি সোলার লাইট বিতরন করাহয়। আজকের এই সোলার লাইট বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার, জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ, জোলাইবাড়ী ব্লকের বি এ সি চেয়ারম্যান অশোক মগ, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শক দুলাল বিশ্বাস সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আজকের এই সোলার লাইট বিতরনি অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান দক্ষিন জেলার শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার। তিনি জানান আগামী কিছুদিনেরমধ্যে বিলোনীয়া ও সাব্রুম মহকুমায় এই সোলার লাইট বিতরন করাহবে। এরমধ্যে সাব্রুম মহকুমায় ১৭ হাজার ৭০ জনকে এই সোলার লাইট বিতরন করাহবে। অপরদিকে বিলোনিয়ায় প্রায় ১৯ হাজার ৫০০ সোলার লাইট বিতরন করাহবে। তিনি আশাবেক্তকরেন দূর্গাপূজার আগেই ছাত্র ছাত্রীরা সোলার লাইট পেয়ে যাবে।