অনলাইন ডেস্ক , ১৬ অক্টোবর।। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের পদ ছাড়লেন দীনেশ কার্তিক। তাঁর জায়গায় অধিনায়ক করা হল ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যানকে। শুক্রবার দুপুরে আইপিএলের টুইটার হ্যান্ডেলে জানানো হয়, নিজের অধিনায়কত্ব ইয়ন মরগ্যানের হাতে তুলে দিয়েছেন দীনেশ কার্তিক। কার্তিক অধিনায়কত্ব ছেড়েছেন বললেও মনে করা হচ্ছে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে তাঁকে। কারণ ২০১৮ সালে নাইটদের অধিনায়ক হিসেবে দলে যোগ দেওয়ার পরে গত দুই মরসুম ও এই মরসুমের মাঝামাঝি পর্যন্ত এমন কিছু ভাল রেজাল্ট নেই তাঁর। একবার প্লে-অফে উঠলেও ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল দল। আর এই মরসুমে শুরু থেকেই নাইটদের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে কেকেআর। এবছর কলকাতা নাইট রাইডার্স কোচ করে এনেছে ব্রেন্ডন ম্যাককুলামকে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন, কার্তিকের সঙ্গে তাঁর জুটি ভালই হবে। যদিও টুর্নামেন্টের মাঝপথেই সেই জুটিতে কি ভাঙন ধরল, এমনটাই প্রশ্ন উঠছে অন্দরে।
তার মধ্যে এই বছর কেকেআর দলে নিয়েছে ইয়ন মরগ্যানকে। সম্প্রতি ইংল্যান্ডকে বিশ্বকাপ দিয়েছেন তিনি। এই রকমের এক অধিনায়কের হাতে দায়িত্ব তুলে দেওয়ার দাবি উঠেছে বেশ কয়েক দিন ধরে। এবারের টুর্নামেন্ট শুরু হওয়ার পরেই ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার বলেছিলেন, প্রথম কয়েকটি ম্যাচে দল ভাল খেলতে না পারলে তার খেসারত দিতে হতে পারে দীনেশ কার্তিককে। দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হবে মরগ্যানের হাতে। তখন অবশ্য ম্যানেজমেন্টের তরফে কিছু জানানো হয়নি। অবশেষে গাভাসকারের কথাই সত্যি হল। কলকাতার অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হল অভিজ্ঞ মরগ্যানের হাতেই। এদিকে, আজ ব্যাটন হাতে নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে কেকেআরের নতুন অধিয়ানক ইয়ন মরগ্যান বলেন, একজন যোগ্য ক্যাপ্টেনের কাছে দলের স্বার্থ সবার আগে। দীর্নেশ কার্তিক যোগ্য ক্যাপ্টেনের মতোই দলের জন্য নিঃস্বার্থ সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখার মরগ্যান অধিনায়ক হওয়ার পরে তাঁর নেতৃত্বে প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে কেমন খেলে নাইট রাইডার্স।