সাফল্যের খতিয়ান তুলে ধরেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ অক্টোবর।। ত্রিপুরায় সরকার পরিবর্তনে ৩০ মাস অতিক্রান্ত। এই সময়ের মধ্যে সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একাধিক টুইট বার্তায় তিনি বুঝতে চেয়েছেন, অনেক কাজ হয়েছে। আরও অনেক বাকি রয়েছে। তিনি বলেন, ত্রিপুরা সরকারের উদ্যোগে ৯৪৫৪.৭৬ হেক্টর জমিতে সবুজায়ন করা হয়েছে। শুধু তাই নয়, নদী তীরবর্তী ৮৫৫.৭ হেক্টর জমিতে বৃক্ষ রোপন করেছে রাজ্য সরকার। তাঁর দাবি, প্রত্যন্ত প্রান্তেও জ্বলেছে আলো। কারণ, ৩৫৮.৬৪ কোটি ব্যয়ে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার মাধ্যমে দুর্গম গ্রামেও পৌছে গেছে বিদ্যুৎ সংযোগ। তাঁর কথায়, বনজ সম্পদ-কে ব্যবহারযোগ্য করে তুলতে জাইকা (দ্বিতীয় পর্বে) এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।

১৪৪৭টি চেক ডেম গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, গ্রামোন্নয়নে বড় উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্য সরকার-র পঞ্চায়েত তহবিলে বিপুল বরাদ্দ বৃদ্ধি হচ্ছে প্রতি আর্থিক বছরে। ত্রিপুরায় চতুর্থ অর্থ কমিশনের সিদ্ধান্ত মতোই বাস্তবায়িত হচ্ছে পরিকল্পনা। তিনি দাবি করেন, ১২টি উচ্চাভিলাষী ব্লকে পরিকল্পনা খাতে বরাদ্দ বেড়েছে প্রায় ১০ শতাংশ। একইসঙ্গে মনরেগা প্রকল্পেও ওই ব্লকগুলিতে অতিরিক্ত খরচ করা হচ্ছে। সাথে তিনি যোগ করেন, হেঁসেলে মা-বোনদের আরও সুবিধা হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ২ লক্ষ ৬৬ হাজার ১৫ জন নতুন গ্যাসের সংযোগ পেয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?