অনলাইন ডেস্ক, ১৬ অক্টোবর।। বৃহস্পতিবার সকালে চলে গেলেন দেশের প্রথম অস্কার জয়ী ভানু আথাইয়া। বয়স হয়েছিল ৯১। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। এদিন সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রথম অস্কার জয়ী। মেয়ে রাধিকা গুপ্তা এদিন সংবাদমাধ্যমকে মায়ের মৃত্যুর কথা জানিয়েছেন। ভানু আথাইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা।
১৯৮৩ গান্ধী ছবিতে কস্টিউম ডিজাইন করেছিলেন ভানু আথাইয়া। সেই কাজের স্বীকৃতিস্বরূপ তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। ভানু আথাইয়াই প্রথম ভারতীয় যিনি অস্কার পান। এদিন দুপুরে দক্ষিণ মুম্বইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মেয়ে রাধিকা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তার মায়ের মৃত্যু হয়েছে। আট বছর আগে তাঁর মায়ের মস্তিষ্কে একটি টিউমার ধরা পড়েছিল। ওই টিউমার অপারেশনের পর গত তিন বছর তিনি শয্যাশায়ী ছিলেন। শরীরের একটা দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল। মহারাষ্ট্রের কোলাপুরে জন্ম ভানুর।
১৯৫৬ গুরু দত্তের ছবি সিআইডিতে কস্টিউম ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এরপর একের পর এক ছবিতে কাজ করেছেন রিচার্ড অ্যাটেনবরোর বিখ্যাত গান্ধী ছবিতে জন মলোর সঙ্গে যৌথভাবে কস্টিউম ডিজাইন করেছিলেন তিনি। গান্ধী ছবির জন্যই তিনি অস্কার পান। ২০১২-য় অ্যাক্যাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসকে অস্কার পুরস্কার বাবদ পাওনা অর্থ দান করে দেন। পাঁচ দশকের পেশাদারি জীবনে একশরও বেশি ছবিতে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন ভানু। ১৯৯০ গুলজারের ছবি লেকিন ২০০১ আশুতোষ গোয়ারিকরের লগান ছবির জন্য তিনি দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]