স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৬ অক্টোবর।। মাশরুমের চাষের উপর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে। হরিশ নগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কলেজ বায়োটেক ক্লাব প্রজেক্ট-এর মাধ্যমে শুক্রবার বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে মাশরুম চাষের উপর প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়।প্রশিক্ষণ শিবিরের উদ্ধোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন, ডাইরেক্টর অব বায়োটেকনোলজি গর্ভমেন্ট অফ ত্রিপুরা অনিমেষ দাস, হরিশ নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, রবিন্দ্রনাথ ঠাকুর মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা চিত্রা পাল সহ অন্যান্যরা।
আগরতলা শহরের মধ্যে যে সকল কলেজ রয়েছে, সেই সকল কলেজ গুলিকে পিছনে ফেলে ভালো কাজে পারদর্শীতার প্রমান দিয়েছে বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের কলেজ বায়োটেক ক্লাবের প্রযুক্তি। তার জন্য কলেজের ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন।