দুটি প্রাণীকে খাঁচা বন্দি করে বাড়িতে রাখার অপরাধে গ্রেপ্তার যুবক

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৫ অক্টোবর।। ভারতবর্ষের বন আইন অনুযায়ী কোন পশু অথবা পাখিকে গৃহে খাঁচাবন্দি করা রাখা যায় না। সেটা বন আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। তেমনি একটি বানর ও একটি তোতা পাখিকে খাঁচা বন্দি অবস্থায় একটি বাড়ি থেকে উদ্ধার করল তেলিয়ামুড়া বন দফতরের কর্মীরা। এই দুটি প্রাণীকে খাঁচা বন্দি করে বাড়িতে রাখার অপরাধে গ্রেপ্তার করা হয় এক যুবককে।

ঘটনায় জানা যায় তেলিয়ামুড়া বনদপ্তর এর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এর নেতৃত্বে একদল বনকর্মী ও তেলিয়ামুড়া পুলিশ প্রশাসনের সহায়তায় একটি প্রতিনিধি দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে নেতাজি নগর এলাকার বিশ্বজিৎ দেবনাথ এর বাড়িতে হানা দেয়। সেখান থেকেই একটি বানর ও তোতা পাখি উদ্ধার করে খাঁচা বন্দি অবস্থায়। জানা যায় বিশ্বজিৎ দেবনাথ এর ছেলে বীরদেন্দু দেবনাথ এই দুটি প্রাণীকে খাঁচা বন্দি করে রেখে বাড়িতে রেখেছিল। খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা প্রাণী দুটিকে বাড়ি থেকে তুলে এনে বনদপ্তরে নিয়ে যায়। সেই সাথে গ্রেপ্তার করে বীরদেন্দু দেবনাথকে। রেঞ্জ অফিসার জানায় বন্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন দপ্তর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?