স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ অক্টোবর।। রাজ্যের তিনটি হাসপাতালের পরিষেবা প্রদান নিশ্চিত করা, পরিকাঠামোর উন্নয়ন, প্রয়োজনীয় লোক নিয়োগের দাবি জানিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করলেন সিপিএম পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর। এদিন পশ্চিম জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান তিনি। ৯ দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরের সচিবের কাছে ডেপুটেশন প্রদান করে দাবি জানানো হয়েছে। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত এই দাবি গুলি নিয়ে আলোচনা হয়েছে।
দাবি গুলির প্রতি সদর্থক দৃষ্টি ভঙ্গি নিয়ে সরকার চলবে বলে স্বাস্থ্য সচিব জানিয়েছেন বলে জানান সিপিএম পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর। ভীর এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। অন্যদিকে আই পি এফ টি-র বনধের সমালোচনা করেন তিনি। বনধকে ঘিরে বিশৃঙ্খলতা হয়েছে। এখন তিপ্রা ল্যান্ড গঠনের নামে এডিসি নির্বাচনের আগে অস্থির পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন সিপিএম পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর।