স্টাফ রিপোর্টার, আমবালা, ১৬ অক্টোবর।। সম্প্রতি ত্রিপুরা রাজ্য সরকার রাজ্যের নিরাপত্তাজনিত কারণে এস পি ও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে । সেই মোতাবেক গোটা রাজ্য জুড়ে চলছে প্রার্থী বাছাই প্রক্রিয়া। শুক্রবার আমবাসা মহকুমার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠে শুরু হয়েছে প্রার্থী বাছাই প্রক্রিয়া। এদিন আমবাসা ও গঙ্গা নগরে প্রার্থীদের শারীরিক মাপঝোক নেওয়া হয়। সকাল আটটা থেকেই কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠে শুরু হয় বাছাই প্রক্রিয়া। আগামী কয়েকদিন জেলার বিভিন্ন মহকুমায় চলবে এই প্রার্থী বাছাই প্রক্রিয়া।
প্রখর রোদ উপেক্ষা করে চাকরি প্রত্যাশীরা শামিল হয় এই নিয়োগ প্রক্রিয়ায়। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন স্কুল মাঠে উপস্থিত থেকে চাকুরী প্রত্যাশীদের মাপঝোক থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলি তদারকি করেন। করোনা পরিস্থিতির কথা চিন্তা করেই সম্পূর্ণ নীতি নির্দেশিকা মেনে শুরু হয় এই বাছাই প্রক্রিয়া। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রার্থীদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। তবে এই বাছাই প্রক্রিয়াকে কেন্দ্র করে চাকরি প্রত্যাশী যুবক-যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।