অনলাইন ডেস্ক, ১৬ অক্টোবর।। করোনা মহামারীর মধ্যেই আজ ১৬ অক্টোবর থেকে ৫ দিনের জন্য খুলল শবরীমালা মন্দির। রোজ মোট ২৫০ জন ভক্ত পা রাখতে পারবেন মন্দির চত্বরে। অবশ্য তার জন্য আগাম বুকিং করতে হবে। পাশাপাশি কোভিড নেগেটিভ শংসাপত্র থাকলে তবেই প্রবেশের ছাড়পত্র মিলবে বলে জানিয়েছে মন্দির ট্রাস্টি বোর্ড। মার্চ মাসে করোনা সংক্রমণ থাবা বসানোর পর দেশের অন্যান্য সব ধর্মস্থানের মতোই ভক্তদের জন্যে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল কেরালার শবরীমালা মন্দিরের। দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আজ বিকেল ৫টায় অবশেষে খুলবে মন্দিরের দরজা। তবে ভক্তরা মন্দিরে প্রবেশাধিকার পাবেন শনিবার ভোর পাঁচটা থেকে।
এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের তরফে জানানো হয়েছে শনিবারই মালয়লী মাস থুলাম শুরু হচ্ছে। তাই সেদিন থেকেই ভক্তদের দর্শন দেবেন প্রভু আয়াপ্পা। মন্দিরে প্রবেশের সময়ে যাতে অক্ষরে অক্ষরে প্রত্যেক কোভিড বিধিনিষেধ মানা হয়, তার জন্য করতে মোতায়েন করা হবে যথেষ্ট সংখ্যক পুলিশ কর্মী। নতুন নিয়ম অনুযায়ী ১০ থেকে ৬০ বছর বয়সীরাই মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন। প্রত্যেককের মাস্ক পরা বাধ্যতামূলক। সঙ্গে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার এবং হাতে পরে থাকতে হবে দস্তানা। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কোভিড বিধি মেনেই মন্দিরে ঢোকার নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। পুজো দেওয়ার পরে বেশিক্ষণ মন্দির চত্বরে কাটাতে পারবেন না কেউ। পাম্বা নদীতে এখন স্নান করার অনুমতি দেওয়া হবে না। পরিবর্তে মন্দির চত্বরে সাওয়ার সিস্টেম করা হবে। প্রসাদ বিতরণের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম থাকবে। সংক্রমণ যাতে না ছড়ায় সে জন্য স্টিলের পাত্রে জল দেওয়া হবে পুণ্যার্থীদের।