স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ অক্টোবর।। আই এন পি টি-র সভাপতি বিজয় রাঙ্খলের নেতৃত্বে ৫ সদস্যের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করে। এই দাবি গুলির মধ্যে রয়েছে অবিলম্বে এডিসিতে সাধারন নির্বাচন করা। ৩৩ জন উপজাতি পরিবার রাজ্য সরকারের কাছে জমি বিক্রির জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল। সেই মোতাবেক তাদের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কোন ভাবে ১৯৬০ সালের অ্যাক্ট অনুযায়ী অনুমতি দেওয়া যাবে না।
কোন উপজাতির জমি অনুপজাতি কিনতে পারবে না। আইন গত ভাবে তাকে রক্ষা করতে হবে। জে ডি মণ্ডল লেখা বইয়ে উদ্দেস্য প্রনেদিত ভাবে রাজ্যের ইতিহাস বিকৃত করা হচ্ছে ।তাকে অবিলম্বে বাদ দেওয়া। এই সমস্ত বিষয় নিয়ে এদিন ডেপুটেশন প্রদান করা হয় আই এন পি টি-র পক্ষ থেকে। রাজ্যপাল এই বিষয়ে বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্যান্য দাবি গুলি দেখবেন বলেও তাদের জানিয়েছেন বলে জানান আই এন পি টি-র সম্পাদক জগদীশ দেববর্মা।