স্টাফ রিপোর্টার, কমলাসাগর, ১৫ অক্টোবর।। মধুপুর থানাধীন সাধু রামপাড়া এলাকায় জলাশয় থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। ঘটনার বিবরণে জানা যায় মৃত ব্যক্তি নাম সুধীর দেববর্মা, বয়স ৪৫ বছর। সুধীর দেববর্মা দীর্ঘ তিন চারদিন ধরে নিখোঁজ ছিলেন। যদিও পরিবারের পক্ষ থেকে মধুপুর থানায় কোন অভিযোগ করা হয়নি। পরবর্তী সময়ে বৃহস্পতিবার ভোরে এলাকার এক ব্যক্তি রাবার গাছ কাটতে গিয়ে জলাশয়ে মৃত ব্যক্তির দেহ দেখতে পান।
সঙ্গে সঙ্গে ঐ ব্যক্তি এলাকার লোকজনদের খবর দেয়। খবর দেওয়া হয় মধুপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে মধুপুর থানার পুলিশ। জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যায় নিত্যদিন মদ মত্ত অবস্থা থাকতো মৃত ব্যক্তি। মদমত্ত অবস্থায় জলাশয়ে পরে ওনার মৃত্যু হয় বলে এলাকাবাসীর ধারনা। মৃত সুধীর দেববর্মা পেশায় একজন শ্রমিক ছিলেন।