স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ অক্টোবর।। আইপিএফটির বিভিন্ন শাখা সংগঠনের ডাকা এডিসি এলাকায় ২৪ ঘণ্টা বনধের প্রভাব পড়েছে রেল পরিষেবায়ও। এইদিন আগরতলা রেল ষ্টেশন থেকে কোন রেল ছাড়েনই। রেল দপ্তর থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। আইপিএফটির বিভিন্ন শাখা সংগঠনের ডাকা এডিসি এলাকায় ২৪ ঘণ্টা বনধের জেরে রেল দপ্তর এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। এইদিন বহু যাত্রী আগরতলা রেল স্টেশনে এসে ফিরে যেতে হয়।
আবার অনেকে আগরতলায় ডাক্তার দেখাতে এসে আটকে পরে রেল পরিষেবা বন্ধ থাকার ফলে। আগরতলা রেল স্টেশনের ষ্টেশন মাস্টার শুভেন্দু বিশ্বাস জানান দপ্তরের সিদ্ধান্ত মোতাবেক রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রেল পরিষেবা বন্ধ থাকলে যাত্রীদের অবগত করার চেষ্টা করা হয় সব সময়। রেল পরিষেবা বন্ধ তাই রেল স্টেশনে বারে বারে মাইকিং করা হচ্ছে। তিনি আরও জানান এইদিন আগরতলা-ধর্মনগর, ধর্মনগর-আগরতলা, আগরতলা-সাব্রুম, সাব্রুম-আগরতলা রেল পরিষেবা বন্ধ রয়েছে। দপ্তরের ঘোষণা মোতাবেক শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত এই রেল পরিষেবা বন্ধ থাকবে বলেও জানান তিনি।