স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ অক্টোবর।। প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের একটা অংশ বৃহস্পতিবার উজান অভয়নগর স্থিত ন্যাশান্যাল ক্যারিয়ার সার্ভিসে গিয়ে বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের কাছ থেকে একটি ফর্ম ফিলাপ করা হয়। তাদের প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার জন্য এই উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। বুধবার থেকে সেই সমস্ত প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের মধ্যে সামগ্রী বিতরণ শুরু হয়। সেই মোতাবেক বর্তমান অবস্থায় প্রতিবন্ধী অনেক ছাত্রছাত্রী মোবাইলের জন্য আবেদন জানিয়ে ছিলেন।
অথচ তাদের মোবাইল না দিয়ে বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি সামনেই কলেজে উঠবেন তারা। এই ক্ষেত্রে মোবাইল দিলে তাদের পড়াশুনা করতে সুবিধা হত। এর পরিবর্তে চলন স্টিক দেওয়া হয়েছে। এটা তাদের কাছে আরো রয়েছে। ফর্ম ফিলাপের সময় মোবাইলের বিষয়ে আবেদন জানিয়ে ছিলেন । কিন্তু তাঁর পরেও তাদের মোবাইল না দিয়ে বঞ্চিত করা হয়েছে। এই বিষয়ে স্পষ্টী করণ চাইতে গেলে নতুন করে দেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। এই গোটা প্রক্রিয়া নিয়ে ক্ষোভ জানান তারা।