স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ অক্টোবর।। অবশেষে সকল জল্পনার অবসান ঘটালেন দিল্লি থেকে রাজ্যে ফিরে আসা বিধায়ক রাম প্রসাদ পাল। সম্প্রতি রাজ্য থেকে একাধিক বিধায়ক সহ একাধিক বিজেপি নেতৃত্ব দিল্লিতে যান। তার পর থেকে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে রাজ্য থেকে একাংশ বিক্ষুব্ধ বিধায়ক সহ বিজেপি নেতৃত্ব দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে।
শাসক দলের অভ্যন্তরে গোষ্টি কোন্দল চলছে। পরিবর্তন হতে পারে রাজ্য মন্ত্রীসভার। পরিবর্তন হতে পারে প্রদেশ বিজেপি সভাপতি। এই ধরনের বহু গুজব রাজ্য রাজনিতিতে চলছিল। শুক্রবার দিল্লি থেকে রাজ্যে ফিরে আসার পর বিধায়ক রাম প্রসাদ পাল সেই সকল গুজবে জল ঢাললেন। এইদিন বিকালে বিধায়ক রাম প্রসাদ পাল সহ দিল্লিতে অবস্থানরত বিজেপির একাধিক বিধায়ক ও বিজেপি নেতৃত্ব রাজ্যে ফিরে আসে।
রাজ্যে ফিরে আসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিধায়ক রাম প্রসাদ পাল স্পষ্ট জানান ওনারা দিল্লি গিয়েছিলেন সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলার জন্য। সাংগঠনিক বিষয় নিয়ে একাধিক কেন্দ্রিয় নেতৃত্বের সাথে কথাও হয়েছে। তবে বিজেপি দল এমন কোন দল নয় যে, কেউ দিল্লি গিয়ে কিছু বললেই হয়ে যাবে। একটা শৃঙ্খলার মধ্যদিয়ে বিজেপি দল চলে। কেন্দ্রিয় নেতৃত্বরা যে নির্দেশ দেন, সেই নির্দেশ মোতাবেক কাজ হয়। সহসাই প্রদেশ বিজেপি কিংবা রাজ্য মন্ত্রীসভার পরিবর্তন হতে পারে বলেও কোন ধরনের খবর নেই বলে স্পষ্ট জানান বিধায়ক রাম প্রসাদ পাল।