আগরতলার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক পুলিশের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ অক্টোবর।। হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরই বাঙ্গালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজা। দুর্গা পুজাকে সামনে রেখে ইতিমধ্যে দোকানে ভিড় জমাতে শুরু করেছে ক্রেতারা। রাজ্যে এখনো করোনা ভাইরাসের প্রকোপ চলছে। এই পরিস্থিতিতে দোকান কিংবা ব্যবসায়ীক প্রতিষ্ঠান গুলিতে ভিড় বাড়ার ফলে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। তাই দোকান কিংবা ব্যবসায়ীক প্রতিষ্ঠান গুলিতে যেন ক্রেতাদের ভিড় নিয়ন্ত্রন করা যায় তার জন্য বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মার্চেন্ট এসোসিয়েসানের পদাধিকারিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

সদর মহকুমা শাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসিম সাহা, এসডিপিও এনসিসি প্রিয়া মাধুরি মজুমদার, এসডিপিও সদর চিরঞ্জিব চক্রবর্তী সহ অন্যান্যরা। সদর মহকুমা শাসক জানান দোকান কিংবা ব্যবসায়ীক প্রতিষ্ঠান গুলিতে ক্রেতারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখে তার জন্য এইদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে। বিনা মাস্কে কোন ক্রেতাকে যেন সামগ্রী দেওয়া না হয় তার জন্য বলা হয়েছে। তিনি আরও জানান প্রশাসনের অভিযান ধারাবাহিক ভাবে জারি থাকবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?