স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১৬ অক্টোবর।। জায়গার সীমানা নিয়ে বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ। গুরুতর ভাবে আহত বিলোনিয়া মহকুমার মধ্যম কৃষ্ণনগরের বাসিন্দা শম্ভু মহাজন। বর্তমানে তিনি বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাকে কেন্দ্র করে বিলোনিয়া থানায় মামলা দায়ের। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়ার ঋষ্যমুখের মধ্যম কৃষ্ণনগরের কালাচাঁন পাড়াতে ঘটে এই ঘটনা। বাড়িতে আসা যাওয়ার রাস্তার সীমানা নিয়ে বিবাদের জেরে এই ঘটনা বলে জানান আহত শম্ভু মহাজন ও তার বাড়ির লোকজন। বাড়ির রাস্তার জন্য জায়গার সীমানা নিয়ে শম্ভু মহাজনের পরিবার ও সুনিল মহাজনের পরিবারের বিবাদ চলছে দীর্ঘদিন ধরে । বহুবার পঞ্চায়েতের প্রধান কান্তি মল্লের কাছে বিচারের প্রার্থী হয় শম্ভু মহাজন সহ তার পরিবার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অভিযোগ প্রধান কান্তি মল্লের সামনেই সুনীল মহাজন খুনের হুমকি দিয়ে শম্ভু মহাজনকে মারধর করে।
প্রধানের সামনে শম্ভু মহাজন আক্রান্ত হওয়ার পরেও , প্রধান ঘটনাস্থল থেকে চলে যায় । এখানেই শেষ নয় প্রধানের ইন্দনে সুনিল মহাজনের বড় ভাই মরন মহাজন আচমকা দা দিয়ে আক্রমন করে শম্ভু মহাজনকে । সেই সময় শম্ভু মহাজন কালাচাঁন পাড়াতে নিজের পানের বরে কাজ করছিল । মরণ মহাজনের ধারালো দায়ের আঘাতে শম্ভু মহাজনের হাত কেটে যায়। তখন শম্ভু মহাজনের চিৎকারে ছুটে আসে কৃষ্ণ দাস । কৃষ্ণ দাস শম্ভু মহাজনকে মরন মহাজনের হাত থেকে রক্ষা করে তার বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন শম্ভু মহাজনকে প্রথমে ঋষ্যমুখ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, সেখান থেকে তাকে বিলোনিয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এইদিকে আহত শম্ভু মহাজনের পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।