অনলাইন ডেস্ক, ১৬ অক্টোবর।। ভারতে করোনা পরিস্থিতি মোকাবিলায় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যে সম্পূর্ণ ব্যর্থ, এই অভিযোগ আগেও করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এবার তিনি করোনা নিয়ে ভারতের সঙ্গে সরাসরি তুলনা টানলেন পাকিস্তানের। এক টুইট বার্তায় রাহুল লিখেছেন, 'পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশও ভারতের থেকে ভালোভাবে সামলেছে করোনা পরিস্থিতি।' সম্প্রতি একটি রিপোর্টে, করোনা পরবর্তী সময়ে ভারতের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ।
চলতি বছরে ভারতের অর্থনীতি ১০.৩ শতাংশ হারে সংকুচিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশের পাশাপাশি আইএমএফ ওই রিপোর্টে বলেছে মাথাপিছু গড় আয়ের নিরিখে বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়তে পারে ভারত। শুক্রবার আইএমএফ-এর এই পূর্বাভাসকে হাতিয়ার করে কেন্দ্রের সমালোচনা করেছেন রাহুল। বাংলাদেশ, নেপাল, ভুটান, চিন, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ভারতের অর্থনীতির একটি তুলনামূলক পরিসংখ্যান এদিন টুইটারে পোস্ট করেছেন রাহুল। লিখেছেন, এটা বিজেপি সরকারের আরও একটা সাফল্য, এমনকি পাকিস্তান ও আফগানিস্তানও আমাদের থেকে করোনা পরিস্থিতি ভালো সামলেছে।