স্মার্ট সিটি প্রকল্পে শহরে তৈরি করা হবে সুদৃশ্য গেইট

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ অক্টোবর।। আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার কাজ চলছে দ্রুত গতিতে। এই স্মার্ট সিটি প্রকল্পে দুইটি গেইট তৈরি করা হবে। একটি গেইট করা হবে খয়েরপুর এলাকায় এবং অপরটি করা হবে আমতলি এলাকায়। আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার জন্য একটা এডভাইজারি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার আমতলি এলাকায় স্মার্ট সিটির গেইট তৈরি করার জন্য জায়গা পরিদর্শনে যায় এডভাইজারি কমিটির সদস্যরা। সাথে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক তথা স্মার্ট সিটি প্রকল্পের অধিকর্তা ডঃ শৈলেশ কুমার যাদব, বিধায়ক ডাক্তার দিলিপ দাস, সদর মহকুমার মহকুমা শাসক অসিম সাহা সহ অন্যান্যরা।

স্মার্ট সিটি প্রকল্পের অধিকর্তা ডঃ শৈলেশ কুমার যাদব জানান স্মার্ট সিটি প্রকল্পের অধিন ৬৬ টি প্রজেক্ট রয়েছে। তার মধ্যে ২ টি প্রজেক্ট হল সিটি গেইট বানানো। একটি গেইট তৈরি করা হবে খয়েরপুরে। সেখানে উনকোটির স্থাপত্য ফুটিয়ে তোলা হবে। অপর গেইটটি তৈরি করা হবে আমতলি এলাকায়। সেখানে রাজ্যের সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে। একই সাথে নিরমহল ও মাতারবাড়ি মন্দির ফুটিয়ে তোলা হবে। যাতে করে বহিঃরাজ্য থেকে কোন পর্যটক আসলে রাজ্যের পর্যটন কেন্দ্রের বিষয়ে প্রাথমিক ধারনা নিতে পারে। এই দুইটি গেইট তৈরি করার জন্য ৫ দশমিক ২ কোটি টাকার টেন্ডার হয়ে গেছে বলেও জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?