পূর্বোদয় সামাজিক সংস্থার পূজা স্মরণিকার প্রচ্ছদে সাফাই কর্মীদের কুর্নিশ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ অক্টোবর।। স্বাস্থ্য ও স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজন বর্তমান সময়ে। লক ডাউনে এই কাজ চালিয়ে গেছেন আগরতলা পুর নিগমের সাফাই কর্মীরা। গান্ধী জয়ন্তীতে এই স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় বেশ কয়েক বছর ধরে। সমাজ ও পরিবেশকে স্বচ্ছ রাখার বার্তাই এর মাধ্যমে দেওয়া হয়েছে। কোভিডের সময় স্বচ্ছতা বজায় রাখা আবশ্যক। সেই পরিস্থিতিতে সাফাই কর্মীদের কাজ বড় বিষয়। হাসপাতালের সাফাই কর্মীরাও এই কাজ করে গেছেন নির্ভয়ে। যারা এই সাফাই কাজ করেন তারা বড় মনের মানুষ। তাদের প্রকৃত সম্মান কিভাবে দেওয়া হবে তা ঠিক করবে সমাজ। কিছু দিন আগে গোমতী জেলা হাসপাতালের সাফাই কর্মীদের কুর্নিশ জানানো হয়েছে। একই ভাবে আগরতলার সাফাই কর্মীদেরও সম্মান জানানো হয়েছে।

আন্তরিক ভাবে তাদের ধন্যবাদ জানানো হয়েছে। সামনেই আসছে পূজা। এবারের পুজা একটু ভিন্ন ধরনের। কিন্তু তার পরেও মানূশ আনন্দে সামিল হবেন। রাতভর ঘোরার পর মানুষের ফেলা আবর্জনা সাফাইয়ের কাজে হাত লাগাবে এই সাফাই কর্মীরাই। তাই তাদের প্রতি প্রত্যাশা থাকবে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু । তারা তাদের সামগ্রী দিয়ে সমাজের স্বার্থে এই কাজ করে চলেছে। সরকারের পাশাপাশি সাধারন মানুষের অংশ গ্রহণ এই ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। আত্ম নির্ভর ভারত গড়তে সকলের অবদান রয়েছে। তাই সকলকে পুজোর দিনে সাফাই কর্মীদের জন্য কিছু করার আহ্বান জানান পূর্বদয়া সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা নীতি দেব। শুক্রবার পূর্বদয়া সামাজিক সংস্থার উদ্যোগে পূজা স্মরণিকার প্রচ্ছদের আবরণ উন্মোচন করেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। সরকারী আবাসে এই প্রচ্ছদের আবরণ উন্মোচন করেন তিনি। এই প্রচ্ছদে দুর্গা হিসাবে সাফাই কর্মীদের দেখানো হয়েছে। মহিলা শক্তিকে প্রধান্য দেওয়া হয়েছে প্রচ্ছদে।

1এই স্মরণিকায় তিনি লেখবেন বলে জানান উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। মানবতার হৃদয় নিয়ে তাদের কাজ অত্যন্ত প্রশংসনীয়। তাদের কাজ পায়নিয়ার হিসাবে থাকবে। যারা প্রথম সারির যোদ্ধাদের শুভেচ্ছা জানান তিনি। মহিলা শ্বশক্তি করনে রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে। আগে কেবল মুখে কথা বলা হত। দুর্গা, লক্ষ্মী বলে পালিয়ে যেতেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা স্বশক্তি করনে সঠিক পদক্ষেপ নিচ্ছেন। মহিলাদের বাদ দিয়ে সবকা সাথ, সবকা বিকাশ সম্ভব নয়। সরকার একা নয়, সমাজ সব কিছু করবে বলে জানান উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?