জিতেন্দ্র সিং এবং বিজয়ন্ত জয় পান্ডার সাথে সাক্ষাত আইপিএফটি’র প্রতিনিধিদের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ বিজেপির জোট শরিক আইপিএফটি’র প্রতিনিধি দল দিল্লিতে প্রধানমন্ত্রী দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা ডোনার মন্ত্রি জিতেন্দ্র সিং এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি বিজয়ন্ত জয় পান্ডা এর সাথে সাক্ষাত করেছেন৷

সাক্ষাতকালে আইপিএফটি’র তরফ থেকে একটি দাবি সনদ উভয়ের হাতেই তুলে দেওয়া হয়৷ আইপিএফটি’র সাধারণ সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া জানিয়েছেন, জীতেন্দ্র সিং এবং বিজয়ন্ত জয় পান্ডা এর সাথে পৃথক বৈঠক অত্যন্ত ফলপ্রশু হয়েছে৷ আইপিএফটি’র তরফ থেকে দাবিগুলির যৌক্তিকতা তাদের কাছে তুলে ধরা হয়েছে৷ এবং আইপিএফটি মনে করে তাদের দাবি নিয়ে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হবে৷

বনমন্ত্রী জানিয়েছেন, শ্রী সিং এবং শ্রী পান্ডা দুজনই দাবি গুলি মনযোগ সহকারে শুনেছেন৷ বনমন্ত্রী জানিয়েছেন, তারা চেয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সাক্ষাত করার৷ কিন্তু শ্রীনাড্ডা দিল্লির বাইরে অবস্থান করছেন ও তিনি দলীয় কাজে ব্যস্ত থাকায় সাক্ষাতের সময় দিতে পারেননি৷জানা গিয়েছে, মূলত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে মডালিটি কমিটি গঠন করেছিল সেই বিষয়ে দাবী সনদ দেয়া হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?