অনলাইন ডেস্ক, ১৬ অক্টোবর।। চিনকে কড়া বার্তা দিয়ে মায়ানমারের হাতে ডিজেল-ইলেক্ট্রিক সাবমেরিন আইএনএস সিন্ধুবীর তুলে দিল ভারত। বৃহস্পতিবার ভারতের বিদেশন্ত্রকের তরফে জানানো হয়েছে, সরকারিভাবে আইএনএস সিন্ধুবীরকে মায়ানমারের হাতে তুলে দেওয়া হল। ৩১ বছরের পুরনো এই সাবমেরিনটি রাশিয়ায় তৈরি হলেও গত বছর এটিকে আরও আধুনিক করে তোলা হয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বরেই জানা গিয়েছিল, আইএনএস সিন্ধুবীরকে মোতায়েন করার তোড়জোড় শুরু করেছে মায়ানমার।
সেদেশের নৌসেনা আধিকারিকরা এ নিয়ে ভারতীয় নৌসেনার কাছে প্রশিক্ষণও নেয়। সাবমেরিনটির ওজন প্রায় ৩০০০ টন। মনে করা হচ্ছে সমুদ্রে যেভাবে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে চিন, তাতে চিনকে বার্তা দিতেই এই পদক্ষেপ করল ভারত। এই সাবমেরিনে থাকছে মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট, নাভাল গান বোট, লাইট আর্টিলারি গান, লাইট ওয়েট টর্পেডো, মর্টার, গ্রেনেড লঞ্চার, রাইফেল ইত্যাদি।