অনলাইন ডেস্ক, ১৬ অক্টোবর।। বিশ্বজুডে জাঁকিয়ে বসছে করোনা। শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ কোটি ৯১ লক্ষের গণ্ডি পার করেছে। মৃতের সংখ্যা ১১ লক্ষের বেশি। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৯৩ লাখ করোনা আক্রান্ত। যত দিন পর্যন্ত ‘হার্ড ইমিউনিটি’ লাভ করা যায়, তত দিন মাস্ক পরা, বার বার হাত ধোওয়া বা শারীরিক দূরত্ব বজায় রাখা-সহ অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে করোনাকে দূরে ঠেলে রাখায় জোর দিতে হবে বলেও মনে করে হু।
ওয়ার্ল্ডওমিটার অনুযায়ী, এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮২ লাখ ১৬ হাজার ৩১৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ২২ হাজার ৭১৭ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এই মুহূর্তে সেখানে আক্রান্তের সংখ্যা ৭৩ লক্ষের বেশি। মৃতের সংখ্যা ১ লক্ষ ১১ হাজারের বেশি । ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৭০ হাজার ৯৯৬। এর মধ্যে ১ লাখ ৫২ হাজার ৫১৩ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব জুড়ে করোনাভাইরাসের টিকা আবিষ্কারের কাজ চলছে জোরকদমে।
এইমুহূর্তে কমপক্ষে ডজনখানেক টিকা ক্লিনিক্যাল ট্রায়াল পর্বে রয়েছে। এ ক্ষেত্রে সামনের সারিতে থাকা জনসন অ্যান্ড জনসন বা অ্যাস্ট্রাজেনেকোর ট্রায়ালের সময় তাতে অসুস্থ হয়ে পড়েছেন দু’একজন স্বেচ্ছাসেবক। করোনার ওই টিকাগুলির সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে চলতি বছরেই বাজারে করোনার টিকা আসা নিয়েও সংশয় তৈরি হয়েছে। কিন্তু টিকা এলেও যে সকলেই প্রথমে পাবে তেমনটা নয়। সম্প্রতিহু-র প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, বয়স্কদেরও এই টিকা আগে দেওয়া উচিত।
এক্ষেত্রেকরোনার টিকার জন্য সুস্থসবল কমবয়সিদের হয়তো ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাঁর কথায়, টিকা তৈরি হলে সংক্রমিতরা ছাড়াও অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী বা এই অতিমারির যুদ্ধে যাঁরা একেবারে সামনে থেকে লড়াই করছেন।