স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ অক্টোবর।।জন্মদিনে পৌর পরিষদের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ। শুক্রবার সমদৃত দেবনাথের চতুর্থ তম জন্মদিন ছিল। জন্মদিনে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়। ঘটা করে জন্মদিন পালন না করে আমবাসা পৌর পরিষদের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো। কোভিড-১৯ পরিস্থিতির কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
আমবাসা পৌর পরিষদে সাফাই কর্মীদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র মিষ্টি ও মাক্স। উপস্থিত ছিলেন পৌর পরিষদের পৌর কর্তা চন্দন ভৌমিক সহ পরিবারের লোকজন। কোভিড ১৯ পরিস্থিতিতে জন্মদিনে সাফাই কর্মীদের জন্য এমন উদ্যোগ নেওয়ায় তার পরিবারকে ধন্যবাদ জানায় পৌর কর্তা চন্দন ভৌমিক।