স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ অক্টোবর।। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও করোনা ভাইরাসের প্রকোপ চলছে। করোনা মোকাবেলায় রাজ্য সরকার বেশকিছু সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। জার ফলে করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রনে রাখা সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার এন্টিবডি টেস্টের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই মোতাবেক রাজ্য ব্যাপী চলছে এন্টিবডি টেস্ট। আগরতলা পুর নিগম এলাকায়ও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এন্টিবডি টেস্ট।
এইদিন পুর নিগমের ৩৫ নং ওয়ার্ড এলাকায় এন্টিবডি টেস্টের জন্য রক্তের ন্মুনা সংগ্রহ করা হয়। স্বাস্থ্য কর্মীরা বারিবারি গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে। সাথে ছিলেন ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলার ডালিয়া সিংহ, ডাক্তার সঞ্জয় রুদ্র পাল সহ অন্যান্যরা। কাউন্সিলার ডালিয়া সিংহ জানান রাজ্য সরকারের এইটি একটি ভালো উদ্যোগ। অপরদিকে ডাক্তার সঞ্জয় রুদ্র পাল জানান এন্টিবডি টেস্টের মাধ্যমে সাধারন মানুষের এন্টিবডি সম্পর্কে জানা যাবে। পাশাপাশি মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সেই বিষয়েও ধারনা পাওয়া যাবে।