স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ অক্টোবর।। আগামী ১৫ বছর রাজ্য থেকে বিজেপিকে ক্ষমতাসীন করার সাধ্য কারও নেই। কিন্তু তারপরও কিছু সংখ্যক মানুষ ও রাজনৈতিক দল রাজ্য সরকারের কাজের সমালোচনার নামে বিভ্রান্ত করছে জনগণকে। করোনা কালে সমস্ত নির্দেশিকা লংঘন করে তারা জমায়েত করে মানুষকে বিভ্রান্ত করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। ১৩ বছরে তপশিলি জাতিদের ভাতা ৩০০ থেকে ৭০০ টাকা করা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর এই ভাতা করা হয়েছে ১০০০ টাকা। এই ভাতা আগামী দিনে দুই হাজার টাকা করা হবে। পূর্বতন সরকারের ঋণ শোধ করার পাশাপাশি রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার।
সেজন্য একসাথে এই ভাতার অংক দুই হাজার টাকা করা সম্ভব হয়নি। বর্তমান সরকার প্রতিশ্রুতি থেকে সরে যায়নি। বার্ষিক বাজেটের ২৬% বর্তমান সরকার আয় করে। স্বনির্ভরতার তার দিকে এগুচ্ছে রাজ্য। শুক্রবার ভারতীয় জনতা পার্টি তপশিলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে ভারত সরকার এবং রাজ্য সরকারের প্রচেষ্টায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার সমর্থনে আয়োজিত অভিনন্দন র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তপশিলি জাতি মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বিধায়ক ডাক্তার দিলীপ দাস। এদিন রবীন্দ্র ভবনের সামনে অনুষ্ঠিত হয় এই অভিনন্দন রেলি। সভার আগে এদিন আগরতলা শহরে একটি রেলি সংগঠিত করে ভারতীয় জনতা পার্টি তপশিলি জাতি মোর্চা। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক টিংকু রায়, বিধায়ক কৃষ্ণধন দাস, তপশিলি জাতি মোর্চার সভাপতি টুটন দাস সহ অন্যান্যরা।
এই রাজ্যের সমস্ত অংশের মানুষকে পূর্বতন সরকার কেবল শোষণ করে গেছে। রাস্তায় নামিয়ে এনেছে পূর্বতন সরকার। তপশিলি জাতি অংশের একটা বড় সংখ্যা রাঁচির চা বাগানগুলোতে কাজ করছে। ১০২ বছরের বেশি সময় ধরে কাজ করছে তারা। কিন্তু তাদের জন্য প্রকৃত উন্নয়ন করনি পূর্বতন সরকার। এই অভিনন্দন র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক টিংকু রায়।