স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১৫ অক্টোবর।। আগামীকাল থেকে কৈলাসহর পুর এলাকায় ওয়ার্ড ভিত্তিক কোভিড পরীক্ষা করা শুরু হচ্ছে৷ পুর এলাকার ১৫টি ওয়ার্ডে এই পরীক্ষার কাজ আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে৷ প্রত্যেকদিন ৩টি করে ওয়ার্ডে এই পরীক্ষা করা হবে৷ আগামীকাল ১৬ অক্টোবর ১নং ওয়ার্ডের কোভিড-১৯ পরীক্ষা বিমল সিংহ হাউজিং কমপ্লেে’ অনুষ্ঠিত হবে৷ এই কর্মসূচি অনুসারে ২নং ওয়ার্ডের কৈলাসহর দ্বাদশ শ্রেণী বালিকা (মডেল) বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের কাচরঘাট রামচরণ সুকলে অনুষ্ঠিত হবে, ১৭ই অক্টোবর ৪নং ওয়ার্ডের নেতাজী বিদ্যাপীঠে, ৫নং ওয়ার্ডের কাজিরগাঁও এস বি সুকলে, ৬নং ওয়ার্ডের পি ডব্লিউ ডি অফিসের কনফারেন্স হলে, ১৮ই অক্টোবর ৭নং ওয়ার্ডের আর কে আই তে, ৮ নং ওয়ার্ডের ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ে, ৯নং ওয়ার্ডের আর কে শিক্ষা সদন, ১৯ অক্টোবর ১০নং ওয়ার্ডের গোবিন্দপুর এস বি সুকলে, ১১নং ওয়ার্ডের আর কে এস পি তে, ১২নং ওয়ার্ডের জিতুদিঘীর পাড় জে বি সুকলে এবং ২০ অক্টোবর ১৩নং ওয়ার্ডের বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, ১৪নং ওয়ার্ডের লক্ষীনারায়ণ বাড়ি জে বি সুকলে ও ১৫নং ওয়ার্ডের কোভিড-১৯ পরীক্ষা নির্মল চন্দ্র জে বি সুকলে অনুষ্ঠিত হবে৷ ওয়ার্ড ভিত্তিক কোভিড পরীক্ষা প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হবে৷ কৈলাসহরের সকল পুর নাগরিককে এই কোভিড পরীক্ষার সুুযোগ গ্রহণ করার জন্যে অনুরোধ করা হয়েছে৷ এই কোভিড-১৯ পরীক্ষা করা হবে বিনামূল্যে৷