স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ অক্টোবর।। প্রতি বছরের ন্যায় এই বছরও দুর্গা পুজার আয়োজন করতে চলেছে রাজধানীর সংহতি ক্লাব। ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্যান্ডেল তৈরির কাজ। প্যান্ডেল তৈরির কাজে নিজুক্ত শ্রমিকরা দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে। তবে করোনা ভাইরাসের প্রকোপের কারনে এই বছর নিয়ম রক্ষার্থে ছোট পরিসরে পুজার আয়োজন করেছে সংহতি ক্লাব। সংহতি ক্লাবের অন্যতম সদস্য দিপক মজুমদার জানান। সমগ্র বিশ্বের পাসাপাসি রাজ্যেও করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা বেশি।
তাই রাজ্য সরকার ও ক্লাব ফোরামের পক্ষ থেকে সমগ্র রাজ্যের ক্লাব গুলির প্রতি আহ্বান জানানো হয়েছে ছোট পরিসরে পুজা করার জন্য। সেই মোতাবেক সংহতি ক্লাবও এই বছর ছোট পরিসরে পুজার আয়োজন করেছে। পুজার দিন গুলিতে সরকারি নির্দেশিকা মেনে দিনে তিনবার প্যান্ডেল সেনিটাইজ করা হবে। একই সাথে স্বাস্থ্য বিধি মেনে সকল ধরনের ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান যে সকল দর্শক মাস্ক নিয়ে আসবে না, তাদেরকে ক্লাবের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হবে। তিনি দর্শনার্থীদেরকেও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। পুজার চাদা নিয়েও কোন ঝামেলা হচ্ছে না বলে জানান তিনি। যারা স্বেচ্ছায় চাদা দিতে চায় তারা ক্লাবে এসে চাদা দিয়ে যাচ্ছে।