স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৪ অক্টোবর।। গাঁজা বিরোধী অভিযানে আবারো সাফল্য পেল মধুপুর থানার পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যখন রাজ্যকে নেশামুক্ত করার চেষ্টা করছেন, ঠিক তখন মুখ্যমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের প্রভাব খাটিয়ে গাজা বাগান সহ রমরমা পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে কমলাসাগর বিধানসভা এলাকার একাংশ প্রভাবশালী ব্যক্তি। জানা যায় কমলাসাগর বিধানসভা এলাকায় প্রচুর পরিমাণে গাঁজার বাগান রয়েছে।
মধুপুর থানার পুলিশ প্রতিনিয়ত গাজা বাগান ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের উপর ভিত্তি করে এইদিন অভিযানে নেমে কমলাসাগরের দেবীপুর নতুন কলোনি এবং কমলাসাগর চা বাগান এলাকা থেকে ২৩ কানির বিশাল গাঁজার বাগান থেকে ১ লক্ষ ১৫ হাজার গাজা গাছ ধ্বংস করল পুলিশ। এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন মধুপুর থানার ওসি তাপস দাস। মধুপুর থানার পুলিশের এই ধরনের অভিযান আগামি দিনেও জারি থাকবে বলে জানান থানার ওসি।