স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৪ অক্টোবর।। যাতায়াতের জন্য রাস্তা থাকলেও বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যায় জর্জরিত জনজাতি অংশের লোকেরা। ঘটনা বড়মুড়া পাহাড়ের নিউ খামতিং কামি এলাকায়।বিগত দিনে এডিসি প্রশাসনে সি পি আই এম দল ক্ষমতায় থেকেও জনজাতি অংশের লোকেদের জন্য সুকল্যাণমুখী উন্নয়ন করে দিতে পারেনি। যার খেসারত দিতে হচ্ছে এলাকার জনজাতি অংশের মানুষজনদের। জানা গেছে নিউ খামতিং কামি এলাকায় ২৭ পরিবার জনজাতিদের বসবাস।
ওই সমস্ত পরিবারগুলো বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যায় জর্জরিত। বিদ্যুতের খুঁটি এবং পানীয় জলের ট্যাঙ্ক থাকলেও তা ওই জনজাতিদের কোন কাজে আসছে না। কারণ বিদ্যুৎ সংযোগ না থাকাতে এই দুরবস্থা। এলাকাবাসীদের দাবি যাতে অতি দ্রুত বিদ্যুৎ সংযোগ এবং পানীয় জলের সুব্যবস্থা করে দেয় রাজ্য সরকার কারণ পানীয় জলের ভরসা এক মাত্র ছড়ার জলের উপর জনজাতিদের। এই অবস্থা থেকে পরিত্রাণের দাবি উঠেছে।