স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৪ অক্টোবর।। চুরি যাওয়া বাইক ফিরে পাওয়ায় বাইকের মালিক ধন্যবাদ জানালেন সংবাদকর্মী এবং প্রশাসনকে। ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর সাহা পাড়া এলাকায় । ঘটনার বিবরণে জানা যায় গত তিন দিন পূর্বে মধুপুর সাহা পাড়া এলাকার রাজু সরকারের একটি বাইক যার নাম্বার TR-01L 8135 ঘরের বারান্দা থেকে চোরের দল নিয়ে চম্পট দেয় । পরবর্তী সময়ে খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। শেষ পর্যন্ত মেলাঘর থানার তৎপরতায় একটি জঙ্গল থেকে সেই বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় । পরে মালিকের হাতে তুলে দেয় পুলিশ। জানা যায় রাজু সরকারের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় গত ৯ দিন পূর্বে।
আর তার বাবার শেষ কাজটি সম্পন্ন করার জন্য পরিবারসহ সকলেই ব্যস্ত হয়ে পড়ে । আর এই সুযোগে চোরের দল বাইকটি নিয়ে চম্পট দেয়। এদিকে জানা যায় স্থানীয় কিছু যুবক সে কাজে জড়িত রয়েছে । মেলাঘর থেকে এক চোরের দল স্থানীয় চোরকে ২০ হাজার টাকার ইয়াবা ট্যাবলেট দিয়ে সেখান থেকে নিয়ে যায় । পরে ওই মেলাঘর এলাকার চোর চড়াদামে অন্য জায়গায় বিক্রি করার উদ্দেশ্যে যাচাই করছিল। এমন সময় ওই এলাকার এক যুবক মেলাঘর থানার পুলিশের কাছে গোপন সংবাদে খবর দিলে সেখান থেকে বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় । পুলিশ তদন্ত করলে চোরের মূল পান্ডাকে অতি সহজেই জালে তোলা সম্ভব বলে স্থানীয়দের অভিমত।