স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১৪ অক্টোবর।।কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের হাত ধরে সূচনা হলো কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের। শান্তিরবাজার জেলা হাসপাতাল সংলগ্ন কৃষি আঞ্চলিক অফিস প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের সুবিধার্থে সূচনা হলো কৃষক ঞ্জানার্জন কেন্দ্রের। বুধবার ফলক উন্মোচন ও ফিতাকেটে কৃষক ঞ্জানার্জন কেন্দ্রের দ্বারোদঘাটন করেন কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬ শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার জেলা সহ সভাতিপতি বিভিষন চন্দ্র দাস, শান্তির বাজার পৌর পরিষদে চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, জোলাইবাড়ী ব্লকের বি এ সি চেয়ারম্যান অশোক মগ, সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছেন তা সকলের সামনে তুলে ধরেন। তার পাশাপাশি বিগত বাম আমলে সরকারের বিভিন্ন ব্যার্থতার কথাও সকলের সামনে তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বেনিফিসারীদের হাতে ৬ টি ট্রাকটার, ১টি ধানকাটার মেশিন, ১০ টি উটার মেশিন, ৩ টি স্প্রে মেশিন, ৬০ পেকেট মাশরুমের স্পন্ড ও ৪ হাজার বেগুন, লঙ্কা ও টমেটোর চারা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে কৃষিমন্ত্রী মাশরুমের স্পন্ড উৎপাদনের ল্যাবগুলি পরিদর্শন করেন। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় আশা ব্যাক্ত করেন এই মাশরুম উৎপাদন করে অধিকাংশ লোকজন আর্থিক দিক দিয়ে সাবলম্বী হয়ে উঠবে।