রাজ্যের কারু শিল্পীদের আর্থিক মানোন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে : উপমুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ অক্টোবর।। রাজ্যের কারু শিল্পীদের আর্থিক মানোন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে৷ রাজ্যে উৎপাদিত বাঁশের তৈরি হস্ত শিল্পের চাহিদাও রয়েছে৷ এই শিল্পের বিকাশে সরকার সুুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ আজ লিচুবাগানস্থিত ডি সি হ্যাণ্ডিক্রাফটস আগরতলা কার্যালয়ে আন্তর্জাতিক কারুশিল্প দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই শিল্পের উপর নির্ভর করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন৷

রাজ্যের ঐতিহ্য এই শিল্পকে বাঁচিয়ে রেখে গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নিতে হবে যাতে করে শিল্পীরা তাদের উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম পেতে পারেন৷ তিনি বলেন, বাঁশ ভিত্তিক এই শিল্পকে বাঁচিয়ে রাখা মানে আমাদের ঐতিহ্যের পরম্পরাকে বাঁচিয়ে রাখা৷ কারণ এই শিল্পের সাথে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সম্পর্ক রয়েছে৷ উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা রাজ্যে এই শিল্পকে আরও বেশি করে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ত্রিপুরা হ্যাণ্ডলুম এণ্ড হ্যাণ্ডিক্রাফটস কর্পোরেশনের চেয়ারম্যান বলাই গোস্বামী, ডি সি হ্যাণ্ডিক্রাফটস আগরতলা কেন্দ্রের সহ অধিকর্তা পম্পা কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে কারু শিল্পী হরিচরণ দাসকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতে উপমুখ্যমন্ত্রী বাঁশের তৈরি কারু শিল্পের প্রদর্শনী ঘুরে দেখেন৷ শেষে তিনি ডি সি হ্যাণ্ডিক্রাফটস আগরতলা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন এবং প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?