স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৪ অক্টোবর।। সামাজিক সুরক্ষা ভাতার পরিবর্তিত নিয়মনীতির প্রেক্ষাপটে জনপ্রতিনিধি সহ ভাতা প্রাপকদের সচেতন করতে এক দিনের এক সচেতনতা শিবির হয়ে গেল বুধবার। আমবাসা, গঙ্গানগর ব্লক এবং আমবাসা পুর পরিষদের সম্মিলিত এই শিবির হল আমবাসা টাউন হলে। আমবাসা আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে হয় এই শিবির। এদিনের শিবির সম্পর্কে আমবাসা আইসিডিএস প্রজেক্টের আমবাসা সিডিপিও বিদ্যা দেববর্মা বিস্তারিত জানান।
মূলত দীর্ঘদিন ধরে সামাজিক ভাতা প্রকল্পের আওতার বাইরে থাকা প্রকৃত বেনিফিসিয়ারীদের সুবিধা পাইয়ে দিতে ভাতা প্রাপকের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর এই লক্ষ্যেই এই শিবির। এদিনের শিবিরে আমবাসা সিডিপিও বিদ্যা দেববর্মা, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অরূপ দেব, আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান চন্দন ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।