স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ অক্টোবর।। গনধোলাইয়ে প্রাণ দিতে হয় অরুণ কুমার দাস নামে এক অসহায় ব্যক্তিকে। বড়জলা মহানক্লাব সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা । বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অরুণ কুমার দাসের। তাঁর বাড়ি বড়জলা টি আর টি সি সংলগ্ন এলাকায়।তার মৃত্যুর পর এলাকাবসিদের পক্ষ থেকে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করা হয়। তার পরই পুলিশ প্রশাসন নড়ে চরে বসে। অরুন কুমার দাসের মৃত্যুর ঘটনায় পুলিশ বুধবার রাতে গ্রেপ্তার করে দুই অভিযুক্তকে। ধৃতরা হল বিরেন্দ্র সূত্রধর ও উত্তম দাস। সদর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক চিরঞ্জিব চক্রবর্তী জানান ধৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি অভিযুক্তদেরকেও জালে তোলার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত জারি রয়েছে বলেও জানান তিনি।