স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ অক্টোবর।।অতিসত্বর তিপ্রাল্যান্ড গঠন, কেন্দ্রীয় গৃহ মন্ত্রক থেকে যে হাইলেভেল কমিটি গঠন করা হয়েছিল তার পূর্ণাং রিপোর্ট প্রদান করা, ১২৫ তম সংবিধান সংশোধনের মাধ্যমে দ্রুত আইনে কার্যকর করা সহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ২৪ ঘণ্টার এডিসি এলাকা নিয়ে বনধের ডাক দেয় আই পি এফ টি ও তার শাখা সংগঠন গুলি। এই বনধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে পিকেটিং এ নামে আই পি এফ টি –ও তার শাখা সংগঠনের নেতা- কর্মীরা। এদিন জাতীয় সড়কের মাধব বাড়িতে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় আই পি এফ টি ও তার শাখা সংগঠনের কর্মীরা। পোড়ানো হয় টায়ার।
একই রকম ভাবে এডিসি-র সদর দপ্তর খুমুলুঙ এ যাবার রাস্তা কলাবাগানে অনুরূপ ভাবে বনধের সমর্থনে রাস্তা আটকে চলছে থাকে পিকেটিং। তিপ্রা ল্যান্ডের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচী ধারাবাহিক ভাবে চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন তারা। ইতিমধ্যেই ৫ সদস্যের এক প্রতিনিধি দল ৫দফা দাবি নিয়ে দিল্লিতে গেছে। এই দাবি গুলি নিয়ে কথা হবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে। কিন্তু দাবি গুলি পূরণের দাবিতে এই ২৪ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে বলে জানান ইয়ুথ আই পি এফ টি-র নেতৃত্ব। এই বনধকে সফল করে তোলার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। জনজাতিদের স্বার্থে এই দাবি গুলি তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। ২৫ বছরে সিপিএম এর শাসন কালে জনজাতিদের বঞ্চিত রাখা হয়েছিল বলে জানান আতিসার সাধারন সম্পাদক পিটার দেববর্মা।