স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ অক্টোবর।।গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের ওপর এবং চিকিৎসকদের ওপর ক্রমাগত হামলা হুজ্জতির ঘটনার প্রতিবাদে মাঠে নামলো সিপিআই।বৃহস্পতিবার আগরতলার হরিশ ঠাকুর রোডে সিপিআইয়ের রাজ্য দপ্তরের সামনে এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় সংগঠনের নেতৃবৃন্দ বলেন রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে চলেছে।করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা যখন প্রথম সারির যোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন তখন সময়ে তাদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে।
শুধু তাই নয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের ওপর রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা নানাভাবে আক্রমণ শুরু করেছেন। এ ধরনের কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করে সিপিআই।এ ধরনের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে ময়দানের আমার জন্য শুভবুদ্ধি সম্পন্ন সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে।অবিলম্বে চিকিৎসক-নার্স স্বাস্থ্য কর্মী এবং সংবাদমাধ্যমের ওপর হামলা হুজ্জোতি বন্ধ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।