স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৪ অক্টোবর।। এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপির জনজাতি মোর্চার প্রচার চলছে জোড় কদমে। জনজাতি মোর্চার সভাপতি লালফির হালাম এর নেতৃত্বে চলছে নিত্যদিনই সভা ও যোগদান সভা। বুধবার আমবাসা ব্লকের বাঘমারা ভিলেজ কমিটির ধুমজাকরায় পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় জনজাতি মোর্চা আমবাসা মন্ডলের এক যোগদান সভা। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির জনজাতি মোর্চার সভাপতি লালফির হালাম, জনজাতি মোর্চা সাধারণ সম্পাদক ফণী হালাম, সহ জনজাতি মোর্চার অন্যান্য নেতৃত্ব। এদিনের এই যোগদান সভায় ১২ পরিবারের ৩৬ জন ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে।
তাদের হাতে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেয় লালফির হালাম সহ বিজেপি নেতৃত্ব। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনজাতির হয়ে কাজ করছে এই সরকার। এডিসিকে নিয়েও সরকারের চিন্তাভাবনা রয়েছে। তাই বিরোধী দল ছেড়ে দলে দলে বিজেপিতে যোগদান করছে বলে অভিমত ব্যক্ত করলেন জনজাতি মোর্চার সভাপতি লালফির হালাম।