স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ অক্টোবর।। বাঙ্গালিদের শ্রেষ্ঠ উৎসবের মধ্যে একটি হল দুর্গা পুজা। হাতে মাত্র আর কয়েকটা দিন। তার পরই দুর্গা পুজা। করোনা ভাইরাসের প্রকোপের জেরে এই বছর ভিন্ন পরিস্থিতির মধ্যে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রশাসন থেকে পুজার আয়োজন করার ক্ষেত্রে বেশকিছু বিধি নিষেধ জারি করা হয়েছে। সেই সকল বিধি নিষেধ মেনে পুজার আয়োজন করার জন্য বিভিন্ন ক্লাব ও পুজো উদ্যোক্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী আগরতলা শহরের ক্লাব গুলি পুজার আয়োজন করার ক্ষেত্রে সরকারি নির্দেশিকা সঠিক ভাবে পালন করছে কিনা তা খতিয়ে দেখতে বুধবার রাজধানীর বিভিন্ন ক্লাব গুলি পরিদর্শন করে মহকুমা প্রশাসনের আধিকারিকরা।
ডিসিএম অনিমেষ ধরের নেতৃত্বে মহকুমা প্রশাসনের আধিকারিকরা এইদিন বিভিন্ন ক্লাব গুলি ঘুরে দেখে। ডিসিএম অনিমেষ ধর জানান মূলত সরকারি নির্দেশিকা মেনে ক্লাব গুলি পুজার আয়োজন করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুজার আয়োজন খতিয়ে দেখার পর রিপোর্ট জমা দিতে হবে। প্রশাসন থেকে বলা হয়েছে প্যান্ডেল করার ক্ষেত্রে পৃথক প্রবেশ ও বাহিরের রাস্তা রাখা যাবে না। খোলা প্যান্ডেল করতে হবে। যাতে করে বাইরে থেকে দর্শনার্থীরা পুজা দেখতে পারে। তাছারা পুজো মণ্ডপে সেনিটাইজার, মেডিক্যাল টিম, অগ্নিনির্বাপণের ব্যবস্থা রাখতে হবে। এই সকল বিষয় গুলি খতিয়ে দেখা হচ্ছে। সদর মহকুমার যতগুলি ক্লাবের নাম নথিভুক্ত করা হয়েছে। সব গুলি ক্লাব পরিদর্শন করা হবে। তার জন্য সদর মহকুমায় প্রশাসন থেকে ৪ টি টিম গঠন করা হয়েছে। ডিসিএম অনিমেষ ধর আরও জানান তিনি যে সকল ক্লাব ঘুরে দেখেছেন সবগুলি ক্লাব প্রশাসনিক নির্দেশিকা মেনে পুজার আয়োজন করেছে।