চাকরি চাই, এসপিও পদে নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ নেওয়া হলো উত্তর জেলার কদমতলায়

স্টাফ রিপোর্টার, কদমতলা, ১৪ অক্টোবর।। ত্রিপুরা সরকার ঘোষিত স্বরাষ্ট্র দপ্তরের আওতাধীন এসপিও পদে নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ নেওয়া হলো উত্তর জেলার কদমতলায়। বুধবার সকাল থেকে কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এসপিও পদের ইন্টারভিউ শুরু হয়। চলে সন্ধ্যা পর্যন্ত। উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফেন্সিস্ ডার্লং,কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার সহ উত্তর জেলার প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি বোর্ডের মাধ্যমে কদমতলা ও চুড়াইবাড়ি থানাধীন ৫১৭ জন স্হানীয় যুবক যুবতীদের এসপিও পদে ইন্টারভিউ নেওয়া হয়। কদমতলা থানার আওতাধীন ২৯১ জন স্থানীয় যুবক-যুবতী এসপিও পদে ইন্টারভিউতে অংশ নেন। তারমধ্যে পুরুষ ২২৮ এবং মহিলা ৬৩ জন।

অপরদিকে চুরাইবাড়ি থানাধীন ২২৬ জন পুরুষ মহিলা ইন্টারভিউতে অংশ নেন। যার মধ্যে পুরুষ ১৯১ এবং মহিলা ৩৫ জন। সকাল থেকে সারিবদ্ধ ভাবে নেওয়া হয় এসপিও পদে আবেদনকারী যুবক যুবতীর ইন্টারভিউ। এদিকে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফ্রেন্সিস্ ডার্লং এবং ওসি কৃষ্ণধন সরকার জানান, বুধবার থেকে রাজ্য সরকার ঘোষিত এসপিও পদের ইন্টারভিউ শুরু হয়েছে। উত্তর জেলার কদমতলা চুড়াইবাড়ি থানার আওতাধীন ৫১৭ জন পুরুষ মহিলার ইন্টারভিউ নেওয়া হয়। আগামী দিনে নির্ধারিত তারিখ নির্ধারণ করে অন্যান্য জায়গায় ইন্টারভিউ নেওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?