স্টাফ রিপোর্টার, জিরানিয়া, ১৪ অক্টোবর।। বুধবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে মান্দাই বিধানসভা এলাকায় বোরখা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নব নির্মিত ভবনের উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এইদিন প্রথমে ফিতা কেটে এবং পরে ফলক উন্মোচন করে বোরখা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নব নির্মিত ভবনের উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী। পরে উদ্ধোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন নয়া সরকার প্রতিষ্ঠার পর বহিঃরাজ্যে রোগী রেফার করার সংখ্যা অনেক কমেছে। তার থেকে বুঝা যায় ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে রাজ্য থেকে বহিঃরাজ্যে ১,৯৮৮ জন রোগী রেফার করা হয়েছিল। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত রাজ্য থেকে ৫৩২ জন রোগীকে বহিঃরাজ্যে রেফার করা হয়েছে। তা থেকে প্রমানিত হয় ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন হয়েছে।
রাজ্যে যখন করোনার প্রকোপ শুরু হয়েছিল, তখন রাজ্যে অক্সিজেন সিলিন্ডার ছিল প্রায় ৩০০। বর্তমানে রয়েছে ১,১৩৬ টি। রাজ্যে মাত্র একটি ভেন্টিলেটার ছিল। বর্তমানে ত্রিপুরা রাজ্যে ৯২ টি ভেন্টিলেটার রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। বর্তমানে পর্যাপ্ত পরিমাণে PPE কিট মজুত রয়েছে। করোনা মোকাবেলায় গ্রাম থেকে শহর, সমগ্র ত্রিপুরা তৈরি আছে।আগামীদীনে ত্রিপুরাবাসিকে বহিঃরাজ্যে গিয়ে যেন চিকিৎসা করতে না হয়, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। করোনা প্রকোপের মধ্যে সকল জেলা হাসপাতাল, সামাজিক স্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলিকে ঢেলে সাজানো হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, আশা কর্মী, আরক্ষাকর্মী, প্রশাসনিক আধিকারিক সকলে কাজ করছে। তার জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। ত্রিপুরা আর্থিক উন্নয়নের দিক থেকে পিছিয়ে যায় নি। উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলছে।
এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যে আগে কারো বাড়িতে টিনের ঘর থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হত না। বর্তমানে বাড়িতে টিনের ঘর থাকলেও পাকা ঘর না থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া যাচ্ছে। বিজেপি-আইপিএফটি সরকার ক্ষমতায় আসার ফলে এইটা সম্ভব হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ধিরেন্দ্র দেববর্মা সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এছাড়াও এইদিনের অনুষ্ঠানে এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।